Live & Work in Canada

বাংলাদেশের সফলতম কানাডা ইমিগ্রেশন সেন্টারে স্বাগত

অনার্স/ মাস্টার্সের পর ৩ বছর বা তার বেশি Job Experience থাকলে এবং বয়স ২৮ -৪৬ বছর হলে অ্যাপ্লাই করা যাবে। দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুনঃ

☎  017 48 180 117
☎  018 42 180 115

আপনি কানাডাতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি না, তা জানতে, আপনার Updated CV আমাদের কাছে ইমেইল করুন:

reza@visacenterbd.com

আপনার সিভি তৈরি না থাকলে নিচের FREE ASSESSMENT বাটনে ক্লিক করে একটি সংক্ষিপ্ত ফর্মটি পূরণ করে সাবমিট করুন, আমরা দ্রুত আপনার প্রোফাইল চেক করে আপনাকে জানাবো যে, কানাডার কোন্‌ প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আনুমানিক কত সময় লাগবে, কত খরচ হবে ইত্যাদি।

বিস্তারিত তথ্যের জন্য ফোন করুনঃ

 01748 180 117
☎  01842 180 115

সাম্প্রতিক সময়ে Canada-র High Demand লিস্টে যেসব পেশা আছেঃ

🍁 অ্যাডমিন/ ফাইন্যান্স/ অ্যাকাউন্টস
🍁 ব্যাংকার
🍁 মার্কেটিং/ HR
🍁 মার্চেন্ডাইজার
🍁 সব ধরণের ইঞ্জিনিয়ার (Civil/ Mechanical/ Electrical)
🍁 সব ধরণের IT/ Software/ Computer/ Network Professional
🍁 এনজিও প্রোজেক্ট ম্যানেজার/ সোশাল ওয়ার্কার
🍁 কৃষিবিদ,
🍁 প্রোডাকশন ম্যানেজার,
🍁 ভার্সিটি লেকচারার

লক্ষ্য করুনঃ 

বর্তমানে কানাডায় মাইগ্রেট করার জন্য সব পেশাজীবিদের জন্য অনেকগুলো Program বা Pathway আছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার Educational Qualification, Experience, Language, Solvency এবং অন্যান্য সকল পারিপার্শ্বিক অবস্থা দেখে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত প্রোগ্রামটি Identify করতে সহায়তা করব। ভিসা সেন্টারে আপনি সরাসরি কানাডিয়ান ইমিগ্রেশন Lawyer এর মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন।

তাই আমাদের সাথে যোগাযোগ করুন আজই!

গত ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে কানাডার অন্যতম উন্নত Saskatchewan প্রোভিন্স নতুন High Demand Occupation List এবং ইমিগ্রেশন কোটা প্রকাশ করেছে।

নতুন লিস্টে জানানো হয়েছে যে, অল্প কিছু পেশা বাদে প্রায় সব পেশাজীবিরাই এখন Saskatchewan Province এর মাধ্যমে ইমিগ্রেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন

তাই আপনি Apply করতে চাইলে দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, যাতে বাৎসরিক কোটা শেষ হওয়ার আগেই আপনার Application সাবমিট করা যায়।

এছাড়া নভেম্বর ২০১৯ থেকে চালু হয়েছে Rural & Northern Immigration Pilot নামে নতুন একটি প্রোগ্রাম, যেখানে থাকছে, নির্দিষ্ট কিছু প্রোভিন্সে জব অফার সহ সরাসরি অ্যাপ্লাই করার সুযোগ

এখানে Entry Requirement খুব সহজ, কোটার সংখ্যা সীমিত হওয়ায়, অতি দ্রুত অ্যাপ্লাই করুন।

কানাডাতে আপনি কোন্‌ প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, তা মূলত নির্ভর করে তিনটি বিষয়ের উপর- আপনার বয়স, পেশা, এবং ইংরেজিতে দক্ষতা। এর মধ্যে আপনার ইংরেজিতে দক্ষতা যদি “খুব ভালো” হয়, তাহলে আপনি যে পেশাতেই থাকুন না কেন, মাত্র কয়েক মাসের মধ্যেই সবচেয়ে দ্রুততম সময়ে Federal Program এর মাধ্যমে আপনি সপরিবারে কানাডাতে মাইগ্রেট করতে পারবেন। কিভাবে? জানতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন!

আপনি ভাবছেন, আপনি ইংরেজিতে “খুব ভালো” নয়, তবে “মোটামুটি ভালো”, তাহলে আপনার ক্ষেত্রে কী সুযোগ? আপনি সহজেই বিভিন্ন Provincial Nominee Program বা PNP এর মাধ্যমে অ্যাপ্লাই করে কানাডাতে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। বর্তমানে নিয়মিত ভাবে প্রচুর সংখ্যক পেশাজীবি PNP প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ্লাই করে সফল হচ্ছেন এবং PNP Application প্রসেসিং এ ভিসা সেন্টারের সাফল্য ও অভিজ্ঞতা বাংলাদেশে সবচেয়ে বেশি।

বর্তমানে চালু থাকা Provincial Program:

দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুনঃ

☎  017 48 180 117
☎  018 42 180 115

আপনার সিভি তৈরি না থাকলে নিচের FREE ASSESSMENT বাটনে ক্লিক করে একটি সংক্ষিপ্ত ফর্মটি পূরণ করে সাবমিট করুন, আমরা দ্রুত আপনার প্রোফাইল চেক করে আপনাকে জানাবো যে, কানাডার কোন্‌ প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আনুমানিক কত সময় লাগবে, কত খরচ হবে ইত্যাদি।

আপনি যদি ইতঃমধ্যেই কানাডায় ইমিগ্রেশন অ্যাপ্লিকেশানের কাজ শুরু করে থাকেন, তাহলে অ্যাপ্লিকেশানের যেকোনো পর্যায়ে আমাদের পরামর্শ ও সার্ভিস নিতে পারেন।

আমাদের সার্ভিসের মধ্যে আছেঃ


এই সার্ভিসগুলোর বাইরেও আপনি পাবেনঃ


দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুনঃ

☎  017 48 180 117
☎  018 42 180 115

আপনার সিভি তৈরি না থাকলে নিচের FREE ASSESSMENT বাটনে ক্লিক করে একটি সংক্ষিপ্ত ফর্মটি পূরণ করে সাবমিট করুন, আমরা দ্রুত আপনার প্রোফাইল চেক করে আপনাকে জানাবো যে, কানাডার কোন্‌ প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আনুমানিক কত সময় লাগবে, কত খরচ হবে ইত্যাদি।